রোববার   ২১ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৬ ১৪৩২   ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

চুল পড়া বন্ধ করে শিকাকাই

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২০ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার

চুলের যত্নে শিকাকাই এর ব্যবহার বেশ পুরনো। ভেষজটি চুল পড়াসহ বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে চটজলদি।

 

শিকাকাই এর হেয়ার প্যাক যেভাবে বানাবেন
১ চা চামচ শিকাকাই গুঁড়ার সঙ্গে ১ চা চামচ আমলকীর গুঁড়া মেশান। ১ কাপ টক দই মিশিয়ে তৈরি করুন পেস্ট। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করে প্রথমে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। তারপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে প্রাকৃতিক বাতাসে শুকিয়ে ফেলুন।
শিকাকাই গুঁড়া নারকেল তেলের সঙ্গে মিশিয়ে গরম করে চুলের গোড়ায় ম্যাসাজ করলেও চুল হবে সুন্দর ও ঝলমলে।
কেন ব্যবহার করবেন এই হেয়ার প্যাক?

  • ভিটামিন সি ও ডি রয়েছে এই ভেষজে, যা চুল করে নরম ও ঝলমলে।
  • আমলকীর গুঁড়া থেকেও প্রচুর পরিমাণে ভিটামিন সি মিলবে। চুলের ভেতর থেকে পুষ্টি যোগায় আমলকী।
  • প্রাকৃতিকভাবে চুল ময়েশ্চারাইজ করতে জুড়ি নেই টক দইয়ের।
  • হেয়ার প্যাকটি নিয়মি ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে।
  • খুশকি দূর করে সাহায্য করে শিকাকাই ও দইয়ের হেয়ার প্যাক।
  • প্রাকৃতিকভাবে চুল কালো করে।