বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

খুশি নন রাধিকা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১৫ এএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার

রাধিকা আপ্তে। নামটার সঙ্গেই যেন জড়িয়ে রয়েছে সৌন্দর্য এবং বুদ্ধিমত্তার মিশেল। একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। ‘বদলাপুর’, ‘পার্চড’, ‘ফোবিয়া’, ‘প্যাডম্যান’, ‘অন্ধাধুন’ তালিকা যেন দীর্ঘ। কিন্তু এখনো পর্যন্ত ক্যারিয়ার নিয়ে খুশি নন এ অভিনেত্রী। নিজেকে সফলও মনে করেন না রাধিকা।

 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎুকারে রাধিকা বলেন, আমি প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করতে চাই। আমার কাছে সাফল্যের সংজ্ঞা আলাদা। ফলে আমি নিজেকে এখনো সফল মনে করি না। কারণ আমি যা অর্জন করতে চেয়েছিলাম, তা এখনো পেয়েছি বলে মনে হয় না।

কিছুদিন আগেই রাধিকা অভিনীত ব্রিটিশ-আমেরিকান ছবি ‘দ্য ওয়েডিং গেস্ট’ মুক্তি পেয়েছে মার্কিন মুলুকে। আপাতত নতুন চিত্রনাট্য পড়ছেন অভিনেত্রী। নওয়াজউদ্দিনির সিদ্দিকির সঙ্গে ‘রাত আকেলি হ্যায়’-এ ছবিতে স্ক্রিন শেয়ার করবেন। 

 

‘রাত আকেলি হ্যায়’ ছবির প্রসঙ্গে রাধিকা বলেন, নওয়াজের সঙ্গে কাজ সব সময় উপভোগ করি। অসাধারণ অভিনেতা। ফলে কিছু ভাল সিন করতে পারব বলে মনে হচ্ছে।