বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ইমরানের সঙ্গে রোমান্সে কলকাতার দর্শনা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১২ এএম, ১৮ মার্চ ২০১৯ সোমবার

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ‘তোর নামে ইচ্ছেরা’ শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন। গানের ভিডিওতে ইমরানের সঙ্গে দেখা মিলবে তেলেগু ও টালিউডের নায়িকা দর্শনা বণিককে। এটি নির্মাণ করেছেন তানিম রহমান।

 

গানটির বিষয়ে ইমরান বলেন,  গত বছরের আগস্টে ভারতের জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চল লাদাখের প্রত্যন্ত অঞ্চলে গানটির ভিডিওর শুটিং করেছি। আমার সঙ্গে ছিলেন কলকাতার নায়িকা দর্শনা। এর জন্য আমাদের অনেক কষ্টও করতে হয়েছে। ভিডিও দেখলেই শ্রোতারা সেটি বুঝতে পারবেন।

 

 

জানা গেছে, রবিউল ইসলামের কথায়  ‘তোর নামে ইচ্ছেরা’ গানটির সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। লাদাখে মাঝেমধ্যেই বাতাসে অক্সিজেন কমে যায়। তাই শ্বাসকষ্ট এড়াতে শুটিং ইউনিটের সঙ্গে অক্সিজেন ব্যাগ ব্যবস্থাও রাখা হয়েছিল বলেও জানা যায়। 

ইমরানের ‘তোর নামে ইচ্ছেরা’ শিরোনামের গানটি ২১ মার্চ সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।