খুশকি দূর করে যেসব উপাদান
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৯ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার

চুলের যত্নে প্রাকৃতিক উপাদানের তৈরি হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। এগুলো ব্যবহারে খুশকি দূর হওয়ার পাশাপাশি মজবুত হবে চুলের গোড়া।
গ্রিন টি
৪ কাপ পানি ফুটিয়ে নিন। ফুটে উঠলে দুটি টি ব্যাগ দিয়ে মৃদু জ্বালে রেখে দিন ১৫ মিনিট। নামিয়ে ঠাণ্ডা করুন লিকার। শ্যাম্পু শেষে চুল ধুয়ে ফেলুন চায়ের লিকার দিয়ে। সপ্তাহে অন্তত একবার এভাবে চুল ধুয়ে নিন। খুশকি দূর হওয়ার পাশাপাশি চুল হবে মজবুত ও ঝলমলে।
টি ট্রি অয়েল
খুশকি দূর করতে পারে টি ট্রি অয়েল। রাতে ঘুমানোর আগে টি ট্রি অয়েল ম্যাসাজ করুন চুলে। পরদিন সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। শ্যাম্পুর সঙ্গে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করলেও উপকার পাবেন।
আপেল সিডার ভিনেগার
১ কাপ পানির সঙ্গে আধা কাপ আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। মিশ্রণটি দিয়ে চুল ধুয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন চুলের গোড়া। কুসুম গরম পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
বেকিং সোডা
শ্যাম্পুর সঙ্গে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল। চাইলে বেকিং সোডা সরাসরিও