বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

সালাদে যেসব উপাদান দিতে মানা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার

সালাদ ছাড়া যেন কোনো খাবারই সম্পূর্ণ হয়না! আবার অনেকেই ডায়েটে নিয়ম মেনে বিভিন্ন ধরনের সালাদ খেয়ে থাকেন। তবে সালাদকে বেশি সুস্বাদু করতে অনেক সময় বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়ে থাকে। এতে করে সালাদের স্বাদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জেনে নিন, সালাদে কোন উপকরণগুলো দেয়া ঠিক নয়-

প্রক্রিয়াজাত মাংস: অনেকেই সালাদ সুস্বাদু করতে মাংস মিশিয়ে থাকেন। কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখতে হবে মাংসের ধরন ও পরিমাণ ঠিক থাকে। আপনি বাইরে থেকে কেনা চিকেন নাগেটস, চিকেন সসেজ বা বিফ শিক কাবাব সালাদে দিতে পারবেননা। এগুলোতে প্রচুর পরিমাণে সোডিয়াম ও নাইট্রেট থাকে। এছাড়া এগুলোতে ক্যালোরিও থাকে বেশি। বাসায় মুরগীর বুকের মাংস সেদ্ধ করে তা দিতে পারেন সালাদে। এর থেকেও ভালো হয় যদি মাংসের বদলে সেদ্ধ ডিম ব্যবহার করেন।

মিষ্টি বাদাম: বাদাম পাপড়ি, যা আমরা অনেকেই স্ন্যাকস হিসেবে খাই। সালাদে বাদাম দিতে বলা হলে অনেকেই বাদাম পাপড়ি ভেঙ্গে এতে দিয়ে দেন। কিন্তু তা ঠিক নয়। সালাদের মতো স্বাস্থ্যকর খাবারে চিনির উপস্থিতি চলে আসে। যা মোটেও স্বাস্থ্যকর না। তবে সালাদ মিষ্টি করতে প্রাকৃতিকভাবে মিষ্টি ফল মেশাতে পারেন, যেমন- আঙ্গুর, স্ট্রবেরি বা কমলা।

 

ক্রিমি ড্রেসিং: সালাদ মজাদার করতে সিজার বা র‍্যাঞ্চ ড্রেসিং ব্যবহার করেন। কিন্তু এগুলোতে প্রচুর প্রিজারভেটিভস, চিনি ও ফ্যাট থাকে। এগুলোর বদলে বাসাতেই সরিষা বাটা, অলিভ অয়েল, লেবুর রস বা ভিনেগার দিয়ে ড্রেসিং তৈরি করে নিতে পারেন।

ভাজাপোড়া: ভাজা সবজি, পেঁয়াজ বা রসুন দেবেন না সালাদে। ভাজা খাবার মানেই তাতে অস্বাস্থ্যকর ফ্যাট থাকতে পারে। বরং মুচমুচে কিছু খেতে চাইলে সালাদে অল্প করে ভাজা বাদাম দিতে পারেন।