জাতীয় প্রেসক্লাবের অনুষ্ঠানমালা শুরু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১৯ পিএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের দু’দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে।
আজ সকাল ১১টায় আয়োজন করা হয়েছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। স্বাধীনতা পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
এছাড়া আগামীকাল রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন, কেক কাটা এবং বঙ্গবন্ধুর জীবনের দুর্লভ আলোকচিত্র প্রদর্শন করা হবে।
