শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১২ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

ছেঁড়া জুতা পরায় চাকরিটা হলো না!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৮ এএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার

টাকা উপার্জনের সঙ্গে সঙ্গেই খরচ হয়ে যাচ্ছে? কিছুতেই সঞ্চয় করতে পারছেন না? এদিকে একের পর এক অভাবও লেগে আছে? শাস্ত্রজ্ঞরা বলছেন, জুতা পরার ধরন, জুতার গড়নও বলে দিতে পারে আপনার ভাগ্যে কী লেখা আছে। বাস্তুশাস্ত্র বলছে, জুতোর ধরন লিখে দিতে পারে আপনার অর্থভাগ্যের অবনতি। দেখে নিন লক্ষণগুলো-

কোন জুতা পরবেন না? 
উপহার পাওয়া জুতা না পরাই ভালো। কোনোভাবে পাল্টে যাওয়া জুতা বা অন্য কারোর চটি পরেও না চলাই ভালো এতে পরিস্থিতি আরও খারাপ হয়।

 

ছেঁড়া জুতা 
ছেঁড়া বা ফাটা জুতা না পরাই ভালো। বিশেষত কোনো বড় ইন্টারভিউ বা পরীক্ষার সময় এইদিকের খেয়াল রাখতে হবে। শাস্ত্রজ্ঞদের দাবি জুতা ছেঁড়া হলে তা পরিবারের পক্ষে শুভ হয়।

 

কোন রঙের জুতা পরবেন না? 
যাদের পড়াশুনোর দিকে ঝোঁক রয়েছে, তারা ভুল করেও কিছুতেই চকোলেট রঙের জুতা পরবেন না। ব্রাউন রঙের জুতাও এদের পক্ষে শুভ নয়।

ব্যাঙ্কিং সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য
ব্যাঙ্কিং সেক্টরে যারা কাজ করেন, তাদের জন্য জন্য কফি রঙের বা গাঢ় ব্রাউন রঙের জুতো খুব একটা ভালো হয় না অর্থভাগ্যের জন্য।

এমন ধারণা পুরোটাই বাস্তুশাস্ত্রের। মানা কিংবা না মানা পুরোটাই আপনার বিশ্বাসের ওপর নির্ভর করে। এবার আপনিই সিদ্ধান্ত নেবেন। যেহেতু আপনার চিন্তাশক্তি রয়েছে।