কিরণের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করছেন সালাউদ্দিন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৩৫ এএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার যে অভিযোগ উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে, তা খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছেন- এমন অভিযোগে ইতিমধ্যে মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে মামলা করেন ক্রীড়া সংগঠক আবু হাসান চৌধুরী প্রিন্স। মঙ্গলবার কিরণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
এরই মধ্যে বৃহস্পতিবার বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন এ অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদীকে। কমিটির দুই সদস্য বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ও নির্বাহী সদস্য আবদুর রহিম।
এই কমিটি মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে প্রতিবেদন জমা দেবে বাফুফেতে।