চ্যাম্পিয়নের মতোই শুরু ভারতের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:২৯ এএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার

দক্ষিণ এশিয়ার পুরুষ ফুটবলে ভারতের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে বেশ কয়েকটি দেশ। কিন্তু মেয়েদের ফুটবলে তারাই সর্বেসর্বা। এ পর্যন্ত হওয়া নারীদের সাফ চ্যাম্পিয়নশিপের চার আসরে তারাই চ্যাম্পিয়ন সবকটিতে। পঞ্চম শিরোপা জয়ের মিশনে ভারতের মেয়েরা এখন নেপালের বিরাটনগরে।
মঙ্গলবার শুরু হয়েছে টুর্নামেন্ট। বুধবার শুরু করেছে ভারত। চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নের মতোই শুরু করেছে দক্ষিণ এশিয়ার মেয়েদেরে সবচেয়ে বড় এ টুর্নামেন্ট।
বুধবার নেপালের বিরাটনগরে ভারতের মুখোমুখি হয়েছিল মালদ্বীপ। দ্বীপ দেশটির মেয়েরা দাঁড়াতেই পারেনি ভারতের মেয়েদের সামনে। ৬ গোলে জিতে মিশন শুরু করেছে চারবারের চ্যাম্পিয়নরা।
জোড়া গোল করেছেন সানজু যাদব। একটি করে গোল করেছেন দাংমেই, সুইটি দেবী, ইন্দুমতি ও রত্নাবালা দেবী। ভারতের গ্রুপের অন্য দল শ্রীলংকা।