মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

রোনালদোর না খেলার ‘প্রার্থনা’ রোমা কোচের

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার

ক্রিস্তিয়ানো রোনালদোকে শিষ্য হিসেবে পাওয়া যেমন একজন কোচের জন্য চরম স্বস্তির, বিপরীতে তার প্রতিপক্ষ দলের কোচ হওয়াটা ঠিক ততটাই অস্বস্তির। বিষয়টি খুব ভালো করে অনুভব করছেন রোমা কোচ ইউসেবিও দি ফ্রান্সেস্কো। জুভেন্টাসের মুখোমুখি হওয়ার আগে তার প্রার্থনা রোনালদোর না খেলার।

শনিবার দিবাগত রাতে জুভেন্টাসের মাঠে আতিথ্য নেবে রোমা। পয়েন্টের শীর্ষে থাকা বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরি ‘এ’ ম্যাচে রোনালদোকে মাঠে চাইছেন না রোমা কোচ দি ফ্রান্সেস্কো। ‘এক নম্বর ভয়ঙ্কর খেলোয়াড়’ না খেললেই খুশি তিনি।

২০১৮ সালে রোনালদো শেষ ম্যাচ খেলবেন রোমার বিপক্ষে। জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি আগেই জানিয়ে রেখেছেন, রোমা ম্যাচের পর চলতি মৌসুমে আর মাঠে নামবেন না পর্তুগিজ তারকা। কিন্তু রোমের ক্লাবটির কোচের চাওয়া তিনি যেন এই ম্যাচেও না খেলেন। রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিতে পাড়ি জমানোর পরও আগের ফর্ম ধরে রেখেছেন রোনালদো। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে জুভেন্টাসের জার্সিতে খেলা ২১ ম্যাচে তার গোল ১২টি।

রোমা সিরি ‘এ’ পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থাকায় চাপে আছেন দি ফ্রান্সেস্কো। এখন আবার মুখোমুখি হতে হচ্ছে চলতি লিগে অপরাজিত থাকা জুভেন্টাসে বিপক্ষে। তবে তার ভয়টা বেশি রোনালদোকে নিয়ে।

রোমা কোচের বক্তব্য, ‘রোনালদো এক নম্বর ভয়ঙ্কর খেলোয়াড়। হয়তো শুরুতে কিছুই করতে পারছে না, কিন্তু একটা সময় বিস্ময় ছড়িয়ে সবকিছু পাল্টে দেবে। তার মতো খেলোয়াড়ের বদলি ঠিক করাটা কোচের জন্য চরম কষ্টের কাজ, কারণ সে যখন চাইবে, তখনই ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারে। এই কারণেই আমার চাওয়া রোনালদো না খেলুক।’ গোল ডটকম