খুব দুশ্চিন্তায় ছিলাম, আল্লাহ সহায় হয়েছেন: মাশরাফি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩১ এএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদ আল নূরে সন্ত্রাসী হামলায় ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। ভয়াবহ এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পায় সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
ঘটনা শুরু হওয়ার ৩-৪ মিনিট পর ওই মসজিদে গিয়েছিলেন ক্রিকেটাররা। তবে এক স্থানীয় নারীর নিষেধ শুনে দৌঁড়ে পালিয়ে বেঁচেছিলেন সবাই। এ ঘটনার ফলে বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট বাতিল হয়েছে। দেশে ফিরে আসছেন টাইগাররা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। মাশরাফি দেশে ফিরে এলেও হত্যাকাণ্ডের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দায় সরব হয়েছেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় অধিনায়ক ও এমপি অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন,‘নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় দু'জন বাংলাদেশীসহ বহু মানুষের নিহত হবার খবর পাচ্ছি! আমি এমন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।
খুব দুশ্চিন্তায় ছিলেন জানিয়ে মাশরাফি লেখেন, ঘটনাটি শোনার পর থেকে আমাদের ক্রিকেটারদের নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। আল্লাহ'র অশেষ রহমতে আমাদের ক্রিকেটাররা বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছেন। তারা নিরাপদে আছেন। শুক্রবার জুমার নামাজ পড়তে আর একটু আগে মসজিদে গেলে শোকাবহ পরিস্থিতি তৈরি হতে পারতো! আল্লাহ সহায় হয়েছেন। আশা করছি, আমাদের ক্রিকেটাররা দ্রুতই নিরাপদে দেশে ফিরে আসবেন।’