শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় ৩ বাংলাদেশির মৃত্যু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৩ এএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে বন্দুকধারী সন্ত্রাসী হামলায় তিন বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল। 

শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে প্রথম হামলা চালানো হয়। পরে লিনউডের একটি মসজিদেও হামলার খবর পাওয়া যায়।

নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল শফিউর রহমান বলেন, ‘ক্রাইস্টচার্চের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ থাকায় আমরা এখনো ঘটনাস্থলে যেতে পারিনি। তবে ক্রাইস্টচার্চের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। এখন পর্যন্ত তিন জন বাংলাদেশি নিহত হওয়ার খবর জানা গেছে। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।’