শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় রাষ্ট্রপতির নিন্দা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০২ এএম, ১৬ মার্চ ২০১৯ শনিবার

নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি এম আবদুল হামিদ।

শুক্রবার রাষ্ট্রপতি এক শোক বার্তায় বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা এই জঘন্য সন্ত্রাসী ঘটনার নিন্দা জানাই।

রাষ্ট্রপতি বার্তায় এ ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

 

সংবাদ মাধ্যমে বলা হয়, ক্রাইস্টচার্চে দুটি মসজিদে দুটি মসজিদে শুক্রবার জুম্মার নামাজের সময় সন্ত্রাসীরা হামলা চালায়। এতে তিনজন বাংলাদেশিসহ অন্তত ৪৯ জন নিহত এবং বিপুল সংখ্যক লোক আহত হয়েছে।