বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

ছুটির বিকেলে ইটালিয়ান স্প্যাগেটি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার

স্প্যাগেটি খেতে ভালোবাসেন অনেকেই। এটি রান্না করা যায় অনেকভাবেই। তার মধ্যে একটি ধরন হচ্ছে ইটালিয়ান স্প্যাগেটি। আর রেস্টুরেন্টের ভরসায় না থেকে তৈরি করতে পারেন নিজেই। আসুন তাহলে দেখে নিন ইটালিয়ান স্প্যাগেটি রান্নার রেসিপি।

 

উপকরণ:

স্প্যাগেটি ১ কাপ,

টমেটো ১/২ কেজি,

বেসিল লিফ গুঁড়া ১ চা চামচ,

অরিগেনো ১ চা চামচ,

টমেটো সস ১০০ গ্রাম,

কাঁচা মরিচ কুচি ৫০ গ্রাম,

পেঁয়াজ কুচি ২০০ গ্রাম,

রসুন কুচি ২ টেবিল চামচ,

তেল ২ টেবিল চামচ,

লবণ পরিমাণমতো।

প্রণালি:

আস্ত টমেটো সিদ্ধ দিন। টমেটোর উপরে ছোকলা ছিলে ফেলুন। কুচি করে নিন। কড়াইতে তেল দিন, রসুন পেয়াজ দিয়ে হালকা ভাজুন। সিদ্ধ টমেটো দিন ও টমেটো সস, কাঁচা মরিচ কুচি দিয়ে ভাজতে থাকুন। তারপর হাফ কাপ পানি দিন, বেসিললিফ ও অরিগেনো, লবণ দিয়ে ১০ মিনিট জ্বাল দিন। স্প্যাগেটি পানি, লবণ দিয়ে সিদ্ধ করুন। পানি ছেকে ফেলে ২ টেবিল চামচ তেল দিয়ে মাখিয়ে রাখুন। প্লেটে স্প্যাগেটি ও তার উপর টমেটো সস দিয়ে দিন। হয়ে গেল ইটালিয়ান স্প্যাগেটি।