এভিন ঝড়ের পর সাকিবের আঘাত
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ টস হেরে ব্যাটিংয়ে নামলেও শুরুতে ঝড় তুলেছেন ওপেনার এভিন লুইস। তার ঝড়ো সূচনার মাঝে সাকিবের আঘাতে শাই হোপ ফিরে গেছেন ঠিক। তবে ঝড়ো গতিতে রান তুলছে সফরকারীরা। ৫.৪ ওভারে তারা ১ উইকেটে করে ফেলেছে ৭৮ রান।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তৃতীয় ওভারে আবু হায়দারের এক ওভারেই ঝড় তোলেন এভিন লুইস। ৪ ছয়ে এক ওভারে তোলেন ২৭ রান। পাওয়ার প্লের পুরো ফায়দাই নিচ্ছে সফরকারীরা। ঝড় তুলে ১৮ বলে ফিফটি তুলে নিয়েছেন লুইস।
ঝড়ো সূচনার মাঝে মেহেদীর চতুর্থ ওভারে ক্যাচের সুযোগ দিয়েছিলেন লুইস। বল হাতে নাকানি চুবানি খাওয়া আবু হায়দার ফিল্ডিংয়েও হন ব্যর্থ। তার ক্যাচ নিতে পারেননি।
পঞ্চম ওভারে অবশ্য ঝড়ো সূচনায় আঘাত হানেন সাকিব। শেষ বলে বোল্ড হন শাই হোপ। তিনি ফেরেন ১২ বলে ২৩ রান করে। অপর প্রান্তে ঝড়ো ব্যাটিং করা লুইস ব্যাট করছেন ৫২ রানে।
আগের ম্যাচে বাংলাদেশ টসে হেরে ব্যাটিং করেছিলো শুরুতে। কিন্তু দ্বিতীয় ইনিংসে শিশির প্রভাব বিস্তার করতে পারে এমন ভাবনায় আজ টসে জিতে শুরুতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ দলে একটি পরিবর্তন এসেছে। ড্যারেন ব্রাভোর জায়গায় ঢুকেছেন শেরফানে রাদারফোর্ড। এরফলে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে রাদারফোর্ডের। অপর দিকে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে বাংলাদেশ।
