বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ১ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

হেয়ার স্প্রে তৈরি করে ফেলুন নিজেই!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০০ পিএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার

চুলের যেকোনো স্টাইল মানেই হচ্ছে হেয়ার স্প্রে। হেয়ার স্প্রে ছাড়া না খোঁপা না বেনী, কোনটাই বাঁধা সম্ভব হয় না। বাজারে নান ব্র্যান্ডের হেয়ার স্প্রে কিনতে পাওয়া যায়। এই স্প্রেগুলোতে রাসায়নিক পদার্থ থাকার কারণে এটি চুল একটু বেশি আঠালো হয়ে যায়। আবার অনেক সময় ঘরে হেয়ার স্প্রে থাকে না। তখন কি করবেন? এই সমস্যার সহজ সমাধান আছে। তা হলে ঘরে হেয়ার স্প্রে তৈরি করা। অবাক হচ্ছেন ভাবছেন কি করে ঘরে হেয়ার স্প্রে তৈরি করবেন? খুব সহজে মাত্র ৩টি উপাদান দিয়ে এটি তৈরি করা সম্ভব!

 

যা যা লাগবে:

গরম পানি ১ কাপ

চিনি ২ টেবিল চামচ

এসেন্সিয়াল অয়েল ৫ ফোঁটা

খালি স্প্রে বোতল

যেভাবে তৈরি করবেন:

. প্রথমে একটি পাত্রে গরম পানি ঢেলে নিন।

. এবার এতে চিনি, এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিন। খুব ভালভাবে মিশিয়ে নিবেন যাতে চিনি ভালো করে গলে যায়।

. এখন এটি ঠাণ্ডা হতে দিন।

. এবার একটি স্প্রে বোতল ভালো করে পরিষ্কার করে এতে পানি, চিনির মিশ্রণটি ঢেলে দিন।

. ব্যস তৈরি হয়ে গেল হেয়ার স্প্রে।

. এটি ফ্রিজে রেখে সংরক্ষণ করুন।

টিপস:

যদি এসেন্সিয়াল অয়েল ব্যবহার করতে না চান, তবে এটি বাদ দিতে পারেন।

এছাড়া ৩ কাপ পানি এবং ১টি লেবু কেটে চুলায় ১০ মিনিট জ্বাল দিন। এরপর ঠাণ্ডা হলে এটি স্প্রের বোতলে ঢেলে নিন। এটিও হেয়ার স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন।