মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘নো বল’ নিয়ে এক প্রস্থ নাটক

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার

তামিম ইকবাল আউট হলেও লিটন দাস একপ্রান্তে ঝড় তুললেন। চতুর্থ ওভারে প্রথম তিন বলে একটি ছয় ও চার মেরে ওয়েস্ট ইন্ডিজকে হতাশই করলেন বাংলাদেশি ওপেনার। পঞ্চম বলে ফ্রি হিটে আরও একটি ছয়। কিন্তু শেষ বলে ধরা পড়লেন ক্যারিবিয়ান ফিল্ডারের হাতে। তারপরও উদযাপন করতে পারলেন না উইন্ডিজ, উত্তেজিত হয়ে পড়লেন কার্লোস ব্র্যাথওয়েট। কারণ বোলার ওশানে থমাসের পা দাগে থাকলেও ওভার স্টেপিংয়ে নো বল ডেকেছেন আম্পায়ার। এনিয়ে মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জমে উঠেছিল নাটক।

বাংলাদেশকে ১৯১ রানের লক্ষ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওভারে রান আউট করেন তামিমকে। তৃতীয় ওভারে সৌম্য সরকার স্ট্রাইকে থেকে মারতে না পারলেও শেলডন কট্রেল অতিরিক্ত রান দিলেন দুটি ওয়াইড ও একটি নো বলে। ওই ওভারে মাত্র ৫ রান নেওয়ার ক্ষতি পরের ওভারে পুষিয়ে নিতে শুরু থেকে মারকুটে ছিলেন লিটন। প্রথম বলে কভার দিয়ে একটি ছয় মারেন তিনি, দ্বিতীয় বলে রান না নিলেও পরেরটি চার। পঞ্চম বলে আরও একটি বাউন্ডারি হাঁকান লিটন, যদিও সেটি ছিল নো বল। রিপ্লেতে দেখা যায় থমাসের পা ছিল দাগে। এনিয়ে মাথা ঘামায়নি উইন্ডিজ। ফ্রি হিটে ছক্কা মারেন বাংলাদেশি ওপেনার। শেষ বলটি থমাস ওয়াইড দেন। আরও একবার থমাসের বল পেয়ে উড়িয়ে মারেন লিটন, ধরা পড়েন মিড অফে। কিন্তু আবারও নো বল, ওভার স্টেপিং। যদিও রিপ্লেতে দেখা গেছে থমাসের পা ছিল দাগেই।

লিটনের গুরুত্বপূর্ণ উইকেটটি পেয়েও না পাওয়ার হতাশায় উত্তেজিত হয়ে পড়েন অধিনায়ক ব্র্যাথওয়েট। আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে বাগবিতণ্ডা করেন তিনি। রিভিউও চান সফরকারী অধিনায়ক। কিন্তু মানেননি বাংলাদেশি আম্পায়ার। যদিও টিভি আম্পায়ারের সঙ্গে কথা বলে এক সময় আঙুলও তোলেন তিনি। সেটা ছিল অর্থহীন। শেষ পর্যন্ত ব্র্যাথওয়েট চলে যান বাউন্ডারির কাছে। সেখানে চলে আসেন টিভি আম্পায়ার। ম্যাচ রেফারি জেফ ক্রো যান ব্র্যাথওয়েটের সঙ্গে আলোচনা করতে। ছিলেন ক্যারিবিয়ানদের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ব্র্যাথওয়েটের এই দীর্ঘ আলোচনায় শেষে এসে যোগ দেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। আলোচনায় যোগ দেননি তিনি। তবে এত নাটকের পরও ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সিদ্ধান্ত যায়নি। হতাশ মনে মাঠে ফিরে আসেন ব্র্যাথওয়েট।