মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভীষণ বিপদে বাংলাদেশ

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:১২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৯১ রানের লক্ষ্যে খেলতে গিয়ে দারুণ সূচনা ছিলো বাংলাদেশের। বারুদে ব্যাটিং প্রদর্শন করছেন লিটন। তবে অ্যালেনের জোড়া আঘাতের পর বিপদে রয়েছে বাংলাদেশ। তাদের সংগ্রহ ১০.৩ ওভারে ৭ উইকেটে ৯০ রান।

অথচ দ্বিতীয় ওভারে তাড়াহুড়ো করে তৃতীয় রান নেওয়ার খেসারত দিতে হয়েছে তামিম ইকবালকে। রান আউট হয়ে বিদায় নেন ৮ রানে। লিটন দাস এরপরেও বারুদে ব্যাটিং থেকে পিছু হননি। তার ধুমধারাক্কা ব্যাটিংয়ে ৩.৫ ওভারেই ৫৩ রান আসে স্বাগতিকদের। বিপরীতে ক্যারিবীয় বোলারদের এক্সট্রা রান দেওয়ার তাড়ায় রানও আসতে থাকে দ্রুত।

এমন অবস্থায় চতুর্থ ওভারে ওশানে থমাসের এক নো নিয়ে শুরু হয় বিতর্ক। অন ফিল্ড আম্পায়ার নো দিলেও টিভিতে দেখা যায় তা নো হয়নি। এ নিয়ে ক্যারিবীয় অধিনায়ক ব্র্যাথওয়েটকে বিক্ষুব্ধ দেখা যায়। তবে ম্যাচ রেফারি জেফ ক্রোর মধ্যস্থতায় ফের খেলা গড়ায় মাঠে।    

পঞ্চম ওভারে ফাবিয়ান অ্যালেন মাঠে নামলে আঘাত হানেন লিটন-সৌম্য জুটিতে। সৌম্য মেরে খেলতে গিয়ে জমা পড়েন কট্রেলের হাতে। পরের বলে নতুন নামা সাকিবকেও কট্রেলের ক্যাচ বানান অ্যালেন। তাতে দারুণ শুরুতে অস্বস্তিতে পড়ে যায় বাংলাদেশ। পরের ওভারে কিমো পল বোলিংয়ে আসলে তুলে নেন মুশফিকুর রহিমকে। তার বিদায়ে বরং বিপদে পড়ে যায় স্বাগতিকরা। রিয়াদ নেমে কিছু শট খেললেও উঠিয়ে মারার ফল ভোগেন কিমো পলের ওভারে। অষ্টম ওভারে মিড অফে তার ক্যাচ লুফে নেন ব্র্যাথওয়েট।

যদিও অপরপ্রান্ত আগলে খেলতে থাকেন লিটন। তবে নবম ওভারে আবারও ভাগ্যের ছোঁয়া পান লিটন। অ্যালেনের বলে লেগ বিফোরের আবেদনে অনফিল্ড আম্পায়ার আঙুল তুলে দিয়েছিলেন। রিভিউতে দেখা যায় বল মিস করেছে স্টাম্প! তবে পরের ওভারে আর রক্ষে হয়নি লিটনের। দারুণ শুরুর মিড অফে ক্যাচ উঠে যায় লিটনের। ২৫ বলে ৪৩ রান করা লিটনের ক্যাচ নেন ব্র্যাথওয়েট। তার ইনিংসে ছিলো ৩টি চার ও ৩টি ছয়। নতুন নামা আরিফুলও ছিলেন একই অনুসারী। বাইরের লেন্থের শর্ট বল পুল করতে গিয়ে ধরা পড়েন রাদারফোর্ডের হাতে।  

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৯১ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বছরের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করে ক্যারিবীয়রা ১৯.১ ওভারেই গুটিয়ে গেছে ১৯০ রানে।