মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৪ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

দুই বোনের দুটি দেশের গান

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০১ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার

বিজয়ের মাস উপলক্ষে সম্প্রতি প্রকাশ পেয়েছে সংগীতের সফল দুই বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর দুটি বিশেষ গানচিত্র।


গীতিকার সুজন হাজংয়ের কথায়, যাদু রিছিলের সুরে এবং সুমন কল্যাণের সংগীতায়োজনে তৈরি হয়েছে গান দুটি।
এসো দু’চোখ ভরে দেখে যাও আমার এই ধান-শালিকের দেশ/ পাখিদের কোলাহলে ঘুম ভেঙে জেগে ওঠে যে দেশ সেদেশ আমার বাংলাদেশ- এমন কথার গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী।

মাগো তোমার কোলে মাথা রেখে আমি বাংলার আকাশ দেখি/ সে আকাশ স্বপ্নের মতো/ আমি সে আকাশ ছুঁতে চাই একদিন বৃষ্টির মতো- এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী।
দুই গানের গীতিকার সুজন হাজং বলেন, ‌‘দেশের প্রতি গভীর মমত্ববোধ, ভালোবাসা ও শ্রদ্ধা থেকে আমার এই গান লেখা। গান দুটি নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি।’

গান দুটির ভিডিও গীতিকার সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেল এসএইচ টিভি’তে প্রকাশ করা হয়েছে।