দুই দ্বিতীয় নিয়ে নাবিলার ফেরা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
বিয়ে আর হানিমুনের আনন্দময় সময় পেরিয়ে নাবিলা ফিরেছেন নাটকের সেটে। তাও প্রায় তিন মাস পর। দুদিন আগে শুটিং করেছেন ‘মন মন্দিরে’ নামের ওয়েব নাটকের।
জানালেন, তার এই ফিরে আসা ‘দুই দ্বিতীয়’ নিয়ে।
সেটি জানার আগে জেনে নেওয়া যাক ‘মন মন্দিরে’ প্রসঙ্গে। ভিডিও স্ট্রিমিং সাইট বায়োস্কোপের জন্য নির্মিত এই কাজটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে নাবিলার বিপরীতে আছেন মনোজ প্রামাণিক।
নাবিলা জানান, ‘সংসার’ নাটকের পর এটি নির্মাতা আরিয়ানের সঙ্গে তার দ্বিতীয় কাজ। আরও বললেন, ‘সহশিল্পী হিসেবে মনোজ প্রামাণিকের সঙ্গেও এটি আমার দ্বিতীয় কাজ।’ এর আগে তারা দুজন একহয়ে কাজ করেছেন ‘কথা হবে তো’ নাটকে।
‘মন মন্দিরে’ অভিনয় প্রসঙ্গে নাবিলা বলেন, ‘জানেন সবাই, আমি নাটকে খুব একটা কাজ করি না। যতটুকু পারি উপস্থাপনায় সময় দিই। তবে এই নাটকের গল্পটি পড়ে খুবই ভালো লেগেছে। তাছাড়া আরিয়ানের নাটকে ভিন্ন কিছু করার সুযোগ থাকে। তাই করেছি কাজটি। নাটকটির গল্পে দেখা যাবে, ধর্মীয় ক্রাইসিসের মধ্যে অন্য এক ভালোবাসার গল্প।’
এদিকে নির্মাতা আরিয়ান জানান, ‘মন মন্দিরে’র জন্য এরমধ্যে তৈরি করেছেন দুটি বিশেষ গান। সোমেশ্বর অলির কথায়, সাজিদ সরকারের সুর-সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। আনোয়ার হোসাইন আদরের কথায় আরেকটি গানের কণ্ঠ-সুর-সংগীত দিয়েছেন তাহসিন।
নাটকটি বায়োস্কোপ-এ মুক্তি পাবে শিগগিরই আর গান দুটি প্রকাশ পাবে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে।
