শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

বিমান বাহিনীর ফ্লাইট সেফটি কোর্সের সনদ বিতরণ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১৪ এএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার

বাংলাদেশ বিমান বাহিনীর এক অনুষ্ঠানে ৬২তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্লাইট সেফটি ইনিস্টিটিউটে এ অনুষ্ঠান হয়। 

সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. কামরুল এহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী তথ্য কর্মকর্তা আয়শা ছিদ্দিকা এ তথ্য জানান।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি সফলতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য ফ্লাইট সেফটি ইনস্টিটিউটের অধিনায়ক ও অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান। 

এর আগে ইনস্টিটিউটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মো. এনামুল হক তার ভাষণে এ কোসের্র উপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।

কোর্সে সেরা নৈপূণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার মো. রাশেদুল ইসলাম ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১১ জন, বাংলাদেশ নৌবাহিনী ও শ্রীলংকান বিমান বাহিনীর একজন কর্মকর্তাসহ ১৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিমান সদর, বাংলাদেশ নৌবাহিনী, শ্রীলংকা হাইকমিশন ও ঘাঁটি বাশার এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।