শ্রীলংকার বিপক্ষে সহজ জয় পেল দক্ষিণ আফ্রিকা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:০০ পিএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

পোর্ট এলিজাবেথে সিরিজের চতুর্থ ওয়ানডেতে শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছে প্রোটিয়ারা। সেনট জর্জেস পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ১৮৯ রানে অলআউট হয় শ্রীলংকা। জবাবে ব্যাট করতে নেমে ১০৩ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা।
১৯০ রানে টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে ওপেনার হ্যান্ডরিক্সের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় উইকটে ডি কক ও মার্করাম। ২৯ রান করে মার্করাম আউট হন। দলীয় ১১০ রানের মাথায় ডি কক ব্যক্তিগত ৫১ রান রান করে প্যাভিলিয়নে ফেরত যান। ফাফ ডুপ্লেসিস ৪৩ রান করে বিদায় নেন। এরপর জয়ের আনুষ্ঠানিকতাটুকু শেষ করেন ডেভিড মিলার ও জে পি ডুমিনি। ৩২ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান করে দক্ষিণ আফ্রিকা। মিলার ২৫ ও ডমিনি ৩১ রানে অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানে দুই ওপেনার আভিস্কা ফারনান্দো ও উপুল থারাঙ্গার উইকেট হারায় শ্রীলংকা। এরপর একে একে ওসাদা ফালনান্দো, কুসল মেন্ডিজ, প্রিয়ামল পেরেরো ও কামিন্দু মেন্ডিজ বিদায় নিলে ৭১ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে লঙ্কানরা। সেই বিপর্যয় আর কাটিয়ে উঠতে পারেনি শ্রীলংকা। ১৩২ রানে ৯ উইকেট হারায় তারা। তবে দশম উইকেট কাসুন রাজিথাকে সঙ্গে নিয়ে ৫৭ রান যোগ করেন ইসুরু উদানা। ৫৭ বলে ৭৮ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। শেষ পর্যন্ত ১৮৯ রানে অলআউট হয় শ্রীলংকা। দক্ষিণ আফ্রিকার আনরিচ নর্টজি ৩টি এবং ফ্যালুকায়ো নেন ২টি উইকেট।
ম্যাচ হারলেও শ্রীলংকার ইসুরু উদানা ম্যাচ সেরা নির্বাচিত হন। আগামী ১৬ মার্চ কেপ টাউনে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।