রোনালদোর সাফল্যে জির্জিনার কান্না
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১৪ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বের ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে গিয়ে ২-০ গোলে হেরে এসেছিল রোনালদোর দল জুভেন্টাস। তখন থেকেই মাদ্রিদে বিদ্রুপ আর অপমানের শিকার হয়েছিলেন রোনালদো। সে অপমানের শোধ নিলেন হ্যাটট্রিক করে।
মঙ্গলবার রাতে জুভেন্টাসের মাঠে সেই অ্যাতলেটিকোকে একাই হারিয়ে দিয়ে ক্ষোভ প্রশমন করলেন সিআর সেভেন। চ্যাম্পিয়ন্স লিগে মেসির সমান ৮টি হ্যাটট্রিক করে সেই অ্যাতলেটিকোকে বিদায়ের টিকিট ধরিয়ে দিয়েছেন রোনালদো। আর এর সঙ্গে সঙ্গে আনন্দে ভাষে তুরিনের ওল্ড লেডিরা।
জুভেন্টাসের পর্তুগিজ তারকা যখন মাঠে হ্যাটট্রিক করে আনন্দে ভাসালেন তুরিনের দর্শকদের, তখন গ্যালারিতে উপস্থিত তার বান্ধবী জিওর্জিনা রদ্রিগেজ আনন্দে চোখের অশ্রু ছেড়ে দেন। তার পাশে বসা রোনালদো জুনিয়ার উন্মত্তের মত পিতার গোলের উদযাপন করতে থাকেন।
২-০ গোলে পিছিয়ে থেকে যখন দল বিদায় নেয়ার শঙ্কায়, সেই কঠিন মুহূর্তেও আগের বছরগুলোতে লজ ব্ল্যাঙ্কোজদের হাল ধরতেন তিনি। প্রথম লেগে পিছিয়ে থাকা জুভেন্তাসের হয়েও মঙ্গলবার ঠিক একই দায়িত্ববোধের পরিচয় দিলেন রোনালদো।
ক্ষুধার্ত রোনালদোর অনবদ্য হ্যাটট্রিকে ভর করেই এদিন শেষ আটের টিকিট নিশ্চিত করে জুভেন্তাস। রোনালদোর হ্যাটট্রিক দেখে গ্যালারিতে উপস্থিত তার গর্বিত বান্ধবি জিওর্জিনা রদ্রিগেজের চোখে দেখা দেয় আনন্দাশ্রু।
মঙ্গলবার রোনালদোর হ্যাটট্রিকের পর আবেগঘন জর্জিনা প্রিয়তমকে অভিনন্দন জানাতে বেছে নিলেন ইনস্টাগ্রাম। আলিয়াঞ্জা স্টেডিয়ামে বসেই রোনালদোর ছেলেবেলার একটি ছবি পোস্ট করে লিখলেন ‘এমন জয় কেবল তোমারই প্রাপ্য। তুমি যে ক্লাবের হয়েই মাঠে নামো না কেন, এই জয় তোমার একাগ্রতার। তুমি তোমার সতীর্থদের ট্রেলার। দলের প্রত্যেকে তোমায় ভালোবাসে। কর্মফল বলে একটা জিনিস আছে। যা স্বয়ং ঈশ্বর তোমায় দিচ্ছেন। কারণ এই বিশ্বফুটবলের শাসক তুমি। আমরা তোমাকে ভালোবাসি ক্রিশ্চিয়ানো।’
বান্ধবির এমন আবেগমাখা পোস্ট নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিমেষে ভাইরাল হয়ে যায় নেটিজেনদের মধ্যে।