আগুয়েরোর জোড়া গোলে কোয়ার্টারে ম্যানসিটি
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:০২ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার

চ্যাম্পিয়নস লিগে সার্জিও আগুয়েরোর জোড়া গোলে শালকেকে ৭-০ গোলের হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
দুই লেগ মিলিয়ে ১০-২ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল পেপ গার্দিওলার শিষ্যরা।
এর আগে প্রথম লেগে শালকের মাঠে ৩-২ ব্যবধানে জয় পায় সিটি।
৭-০ গোলের জয়ে ইউরোপ সেরার লড়াইয়ে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়লো ইংলিশ ক্লাবটি।
ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে জার্মান ক্লাব শালকেকে আতিথেয়তা দিয়ে আসলে লজ্জাই দিল সিটি। কেননা এদিন রীতিমতো গোল উৎসবে মাতে স্বাগতিকরা।
আক্রমণের পসরা সাজিয়ে সিটি খেলার ৩৫ মিনিটে আগুয়েরোর পেনাল্টি গোলে এগিয়ে যায়। আর তিন মিনিট পরেই এই আর্জেন্টাইন আরো একটি গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন। তবে প্রথমার্ধের শেষ দিকে লেরয় সানে গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সিটি।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় গার্দিওলার শিষ্যরা। ৫৬ মিনিটে রাহিম স্টারলিং দলের চতুর্থ গোলটি করেন। ৭১ ও ৭৮ মিনিটে একটি করে গোল আসে বেনার্দো সিলভা ও ফোডেনের পা থেকে। আর ৮৪ মিনিটে শালকের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন গ্যাব্রিয়েল জেসুস।