১৫শ` টাকা ছাড়ে শাওমির নতুন স্মার্টফোন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:১৭ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

মি এ২ স্মার্টফোনে ১,৫০০ টাকা মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে শাওমি। এই অফারে ২২,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মি এ২। শাওমির সকল অনুমোদিত মি স্টোরে নগদ ক্রয়ে এই ছাড় পাওয়া যাবে।
শাওমির হেড অব ওভারসিজ এক্সপানশন সংকেত আগারওয়াল বলেন, মি এ২ ১২ মেগাপিক্সেল + ২০ মেগাপিক্সেল রিয়ার এআই ডুয়াল ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাসম্পন্ন একটি ফটোগ্রাফি পাওয়ারহাউজ। কোয়ালকম স্ন্যাপড্রাগনTM ৬৬০ চিপসেটসমৃদ্ধ এই ফোনে আছে শক্তিশালী কোয়ালকম আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিন (এআইই)।
অ্যালুমিনিয়াম ইউনিবডির মি এ২ তে রয়েছে ৫.৯৯ ইঞ্চি ১৮:৯ ফুল স্ক্রীন ডিসপ্লে। যার নিরাপত্তায় আছে ২.৫ডি কর্নিং গরিলা গ্লাস ৫। যার ব্যাক প্যানেল চারপাশে বাঁকানো।