৩ দিনের টেস্টেও বাংলাদেশের ইনিংস হার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

বৃষ্টিতে প্রথম দু’দিনে একটি বলও মাঠে গড়াইনি। ফলে ওয়েলিংটনে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট তিন দিনে পরিণত হয়।
কিন্তু, জিততে স্বাগতিকদের তিন দিনও লাগেনি। আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হারিয়েছে সফরকারীদের। এই জয়ে এক টেস্ট হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসে স্বাগতিক নিউজিল্যান্ডের ৬ উইকেটে করা ৪৩২ রানের জবাবে বাংলাদেশ দুই ইনিংস মিলেও ১২ রান কম করে।
প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ২১১ রান। খেলেছিল ৬১ ওভার। দ্বিতীয় ইনিংসে তাও পারেনি। ৫৬ ওভারে মাত্র ২০৯ রানে গুটিয়ে গেছে।
চতুর্থ দিন শেষে ক্রিজে ছিলেন মোহাম্মদ মিথুন (২৫) ও সৌম্য সরকার (১২)। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮০ রান।
পঞ্চম দিনে ব্যক্তিগত ১৬ রান যোগ করে ফিরে যান সৌম্য সরকার ২৮ রান করে। এই জুটিতেই আসে সর্বোচ্চ ৫৭ রান। এরপর যা একটু প্রতিরোধ গড়তে দেখা গেছে মাহমুদউল্লাহকে।
মিথুনের সঙ্গে তিনি ৪০ রানের জুটি গড়েন। মিথুন ৪৭ করে সাজঘরে ফিরে যান। এরপর অধিনায়ক পেসার মোস্তাফিজুর রহমানের সঙ্গে ৩৩ রানের জুটি গড়ে পরাজয়ের ব্যবধান যা একটু কমাতে সমর্থ হন।
মাহমুদউল্লাহ ১২ চার এক ছক্কায় ৬৯ বলে ৬৭ রান এবং মোস্তাফিজ ১৬ রান করে আউট হন। বাংলাদেশ ২০৯ রানে থেমে ইনিংস ও ১২ রানে হারে।
প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও সফল কিউই বোলার ওয়াগনার, ৪৫ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। আর টেন্ট বোল্ড ৫২ রানে তুলে নেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ (প্রথম ইনিংস): ২১১/১০ (৬১ ওভার) (তামিম ৭৪, সাদমান ২৭, মুমিনুল ১৫, মিঠুন ৩, সৌম্য ২০, মাহমুদউল্লাহ ১৩, লিটন ৩৩, তাইজুল ৮, মোস্তাফিজ ০, রাহী ৪, এবাদত ০*; বোল্ট ৩/৩৮, সাউদি ১/৫২, গ্র্যান্ডহোম ১/১৫, হেনরি ১/৬৭, ওয়াগনার ৪/২৮)।
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস): ৪৩২/৬ (ডি.) (৮৪.৫ ওভার) (রাভাল ৩, ল্যাথাম ৪, উইলিয়ামসন ৭৪, টেইলর ২০০, নিকোলস ১০৭, গ্র্যান্ডহোম ২৩*, ওয়াটলিং ৮; রাহী ৩/৯৪, এবাদত ০/৮৪, মোস্তাফিজ ১/৭৪, সৌম্য ০/৩৫, তাইজুল ২/৯৯, মুমিনুল ০/৪১)।
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস): ২০৯/১০ (৫৬ ওভার) (তামিম ৪, সাদমান ২৯, মুমিনুল ১০, মিঠুন ৪৭, সৌম্য ২৮, মাহমুদউল্লাহ ৬৭, লিটন ১, মোস্তাফিজ ১৬; বোল্ট ৪/৫২, হেনরি ১/১৭, ওয়াগনার ৫/৪৫)।