বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

৪৩২ করে ইনিংস ঘোষণা নিউজিল্যান্ডের

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

বাংলাদেশের বিপক্ষে যেন অন্তত একটি ডাবল সেঞ্চুরির করার পণ করেছে নিউজিল্যান্ড। হ্যামিল্টনে ডাবল সেঞ্চুরি করেছিলেন কেন উইলিয়ামসন। ওয়েলিংটন টেস্টে সেই দায়িত্ব কাঁধে নিয়ে দ্বিশতক পূর্ণ করলেন রস টেইলর। সেঞ্চুরি করেছেন হেনরি নিকোলস। তাতে ভর দিয়ে ৬ উইকেটে ৪৩২ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড।

 

বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টেন্ট্র বোল্টের তোপের মুখে পড়েছে। তামিম ইকবাল (৪) ও মুমিনুল হককে (১০) তুলে নিয়েছেন এই পেসার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেটে ৩২ রান। ব্যাট করছেন সাদমান ইসলাম (১৬*) ও মোহাম্মদ মিঠুন (২*)। নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে ১৮৯ রানে।

বৃষ্টির বাধায় প্রথম দুইদিন মাঠে গড়াতে পারেনি খেলা। তৃতীয় দিন টস হেরে ব্যাট করতে নেমে ২১১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। আর নিউজিল্যান্ড ব্যাট করতে নামেল ৮ রানেই দুই ওপেনারকে হারিয়ে বসে। তবে বৃষ্টির বাধায় শেষ দিকে খেলা বন্থ হয়ে যায়। ২ উইকেটে ৩৮ রান করে তৃতীয় দিন শেষ করে নিউজিল্যান্ড।

অপরাজিত থাকা দুই ব্যাটসম্যান উইলিয়ামসন ও টেইলর শুরু করেন চতুর্থ দিন। এই জুটিতে আসে ১৭২ রান। ব্যক্তিগত ৭৪ রানে আউট হন আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান উইলিয়ামসন।

তবে টেইলর তুলে নেন নেন ডাবল সেঞ্চুরি। মোস্তাফিজুর রহমানের বলে আউট হওয়ার আগে কাঁটায় কাঁটায় ২০০ রান করেন তিনি। ২১২ বল খেলে তিনি মেরেছেন ৪টি ছক্কা ও ১৯টি চার।

এছাড়া সেঞ্চুরি পেয়েছেন নিকোলস। ১২৯ বলে ১০৭ রান করে আউট হন তিনি। কলিন ডি গ্র্যান্ডহোম ২৩* রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের ৯৪ রানে ৩ উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহী। তাইজুল ইসলাম নিয়েছেন ২ উইকেট।