বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

ঘরের মাঠের দুঃস্বপ্ন কাটিয়ে জয়ে ফিরল রিয়াল

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

দুঃস্বপ্নের এক সপ্তাহ পার করেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে এক সপ্তাহে টানা তিন হার। সেই তিন হারে তিনটি শিরোপা স্বপ্ন শেষ। টালমাটাল বার্নাব্যু। এমন ভয়াবহ সময় এর আগে কখনও আসেনি রিয়াল শিবিরে।

 

গেল মাসের শেষ সপ্তাহে কোপা দেল রের সেমি ফাইনালের ফিরতি লেগে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় রিয়াল। চলতি মাসের শুরুতে লিগে সেই কাতালানদের কাছে ১-০ গোলে হারে তারা। মঙ্গলবার আয়াক্সের কাছে ৪-১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগও শেষ হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নদের। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।

সেই দুঃসময় কাটিয়ে ঘরের বাইরে জয়ের দেখা পেল সান্তিয়াগো সোলারির শিষ্যরা। রোববার লা লিগার ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও রিয়াল ভায়াদোলিদের মাঠ থেকে ৪-১ গোলের জয় নিয়ে ফিরেছে তারা। রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন করিম বেনজেমা। একটি করে গোল করেছেন রাফায়েল ভারানে ও লুকা মদ্রিচ। ভায়াদোলিদের হয়ে একমাত্র গোলটি করেছেন আনুয়ার মোহামেদ তুহানি।

এদিন ম্যাচের শুরু থেকেই রিয়ালের ওপর চাপ সৃষ্টি করে খেলে ভায়াদোলিদ। দ্বাদশ মিনিটেই এগিয়ে যেতে পারতো। কিন্তু রুবেন আলকারাসের করা স্পট-কিকটি রিয়ালের জালে জড়াতে পারেননি। ডি-বক্সে স্প্যানিশ ফরোয়ার্ড সার্জিও গুয়ার্দিওলাকে রিয়ালের আলভারো ওদ্রিওসোলা ফাউল করলে পেনাল্টি পায় ভাইয়াদলিদ।

 

পরের পাঁচ মিনিটে দুইবার রিয়ালের জালে বল জড়িয়েছিল স্বাগতিকরা। কিন্তু দুইবারই ভার প্রযুক্তির সহায়তায় অফ সাইডের বাঁশি বাজান রেফারি। তবে ম্যাচের ২৯ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ভায়াদোলিদ। গুয়ার্দিওলার বাড়ানো বল থেকে দলকে এগিয়ে দেন তুহানি।

অবশ্য দ্রুতই সমতায় ফেরে রিয়াল। ম্যাচের ৩৪ মিনিটে প্রতিপক্ষের ভুলে গোলমুখে বল পেয়ে যান ভারানে। আর মুহূর্তেই তা জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান এই ফরাসি ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধে ফিরে সফল স্পট-কিক থেকে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন বেনজেমা। প্রতিপক্ষের ডি-বক্সে ওদ্রিওসোলা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। তার ৮ মিনিট পর টনি ক্রুসের কর্নার থেকে বল পেয়ে হেডে ব্যবধান বাড়ান ফরাসি এই ফরোয়ার্ড। চলতি লিগে এ নিয়ে ১৩ গোল করলেন বেনজেমা।

ম্যাচের ৮০ মিনিটে দ্বিতীয় হলুদকার্ড দেখে লালকার্ড নিয়ে মাঠ ছাড়েন কাসেমিরো। তবে দশ জনের দলে পরিণত হওয়া রিয়ালের বিপক্ষেও সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। উল্টো ম্যাচের ৮৫ মিনিটে চতুর্থ গোল খেয়ে বসে তারা। বেনজেমার পাস থেকে রিয়ালের হয়ে চতুর্থ গোলটি করেন মদ্রিচ।

এই জয়ে ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৩। ৫৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।