ত্বকের জেল্লা ফেরাতে কলার যাদু
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:০৮ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার

স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জেল্লা বাড়াতে কলার জুড়ি মেলা ভার। দই, কলা ও ডিমের এই মিশ্রণটি ত্বকের জেল্লা বাড়াতে খুবই উপকারি। পার্লারের ফেসিয়ালের মত জেল্লা আপনি ঘরে বসেই পেতে পারেন এই প্যাকটি ব্যবহার করে। চলুন তবে দেখে নেয়া যাক প্যাক তৈরি ও ব্যবহারের পদ্ধতি-
কলা ভাল করে চটকে নিন। এবার চটকানো কলা, ডিমের সাদা অংশ ও দই একসঙ্গে ব্লেন্ড করে নিন। তারপর পুরো মুখে ভাল করে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করার পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এবার পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন। আর দেখে নিন কলার যাদু।