শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৮ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

ফ্রান্স যাচ্ছে বাংলাদেশের ‘দ্য লাস্ট পোস্ট অফিস’

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:২৪ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার

 সারা বিশ্ব থেকে গড়ে দেড় লাখেরও বেশি চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি থাকে ফ্রান্সের বাণিজ্যিক নগরী হিসেবে পরিচিত ক্লেহমো ফেঁরোত। এখানে প্রতি বছর হয় অনুষ্ঠিত চলচ্চিত্র উৎসব। লোকসমাগমের হিসাবে বিশ্বখ্যাত কান ফেস্টিভ্যালের পর ফ্রান্সের সবচেয়ে বড় উৎসব ধরা হয় ক্লেহমো ফেঁরো উৎসবকে। আর এই উৎসবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ‘দ্য লাস্ট পোস্ট অফিস’।

এ বছর ক্লেহমো ফেঁরোতে জমা পড়া ৯ হাজার ২৩৮টি ছবির মধ্য থেকে ৭৬টি এ উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণের জন্য বাছাই করা হয়। যার মধ্যে একটি ‘দ্য লাস্ট পোস্ট অফিস’ একটি। উৎসব চলবে আগামী বছরের ১ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে চলতি বছর সুইজারল্যান্ডে অনুষ্ঠিত লোকার্নো চলচ্চিত্র উৎসবের ওপেন ডোরস বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় অং রাখাইন নির্মিত বাংলাদেশের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

ছবিটির অন্যতম প্রযোজক আদনান ইমতিয়াজ আহমেদ বলেন, ক্লেহমো ফেঁরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুনিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। আমরা শিহরিত যে, এ উৎসবে আমাদের ‘দ্য লাস্ট পোস্ট অফিস’ মনোনীত হয়েছে।

ছবিটির গল্প প্রসঙ্গে পরিচালাক অং রাখাইন বললেন, আমাদের দেশের পোস্ট অফিস ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। চিঠির আদান প্রদান নেই বললেই চলে। আমার স্বল্পদৈর্ঘ্যটিতে বিলুপ্তির পথে থাকা এমন একটি পোস্ট অফিসকে দেখানো হয়েছে। নিজেদের অস্তিত্ব সংকটের কথা জেনেও যেখানে দুজন পোস্টমাস্টার ও ডাকপিয়ন মনের আনন্দে কাজ করে যায়।’

‘দ্য লাস্ট পোস্ট অফিস’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার, শাহরিয়ার ফেরদৌস সজীব ও অশোক ব্যাপারী। এর গল্প লিখেছেন রাজীব রাফি। প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি। প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন ও আদনান ইমতিয়াজ আহমেদ।