বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

আর্সেনালের কাছে ম্যানইউর হার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার

ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে লিগ টেবিলের চার নম্বরে উঠে এসেছে আর্সেনাল। রোববারে এমিরেটস স্টেডিয়ামে ম্যানইউর বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নিয়েছে উনাই এমেরির দল। ডিসেম্বরে ওল্ড ট্রাফোর্ডে প্রথম লেগের ম্যাচটি ২-২ গোলের ড্র হয়েছিল।

 

ঘরের মাঠে এদিন ম্যাচের দ্বাদশ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। আলেকসঁদ লাকাজেতের ছোট পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন গ্রানিত জাকা।

তার কিছুক্ষণ পরই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল অতিথিরা। কিন্তু পল পগবার শটটি পোস্টে বাধা পেলে তা আর হয়ে ওঠেনি।

ম্যাচের ৬৯ মিনিটে সফল স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরে-এমেরিক আউবামেয়াং। প্রতিপক্ষে ডি-বক্সে লাকাজেত ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্সেনাল।

এই জয়ে ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে আর্সেনাল। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে পাঁচ নম্বরে নেমে গেছে ম্যানইউ। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৪।