জিদান-মরিনহো গুঞ্জনে টালমাটাল মাদ্রিদ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার

২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ। বুধ থেকে মঙ্গল। রিয়াল মাদ্রিদের জন্য বিভীষিকার এক সপ্তাহ। চরম বিপর্যয়ের সপ্তাহ। এমন বিপর্যয় ১১৭ বছরের ক্লাব ইতিহাসে কখনোই দেখেনি রিয়াল। এক সপ্তাহে নিজেদের ঘরের মাঠে টানা ৩ হার। ৩ হারে ৩টি টুর্নামেন্টেরই শিরোপা স্বপ্ন চুরমার! মৌসুম শেষের ৩ মাস আগেই মৌসুম শেষ। বিশ্বসেরা রিয়ালের অন্দরের অস্থিরতাটা সহজেই অনুমেয়।
এই চরম বিপর্যয়ের অস্থিরতা তো আছেই। সেই অস্থিরতা রিয়ালের ড্রেসিংরুমে টেনে এনেছে অন্য অনেক অস্থিরতা। মূল অস্থিরতাটা সম্ভাব্য পরিবর্তন নিয়ে। সব শেষ করে ওই ঝড়ে রিয়ালের স্কোয়াডে পরিবর্তন অনিবার্য। এক সপ্তাহের ওই বিপর্যয় এটাও নিশ্চিত করে দিয়েছে, রিয়ালের কোচ পদে সান্তিয়াগো সোলারির আর থাকা হচ্ছে না।
সান্তিয়াগো সোলারি
মৌসুম শেষে তার জায়গায় অন্য কারো কাঁধে রিয়ালের কোচের দায়িত্ব উঠবে, এটা শতভাগ নিশ্চিত। মাদ্রিদে এমন আভাসও ছড়িয়ে পড়েছে, আগামী সোমবার পর্যন্তই চাকরি আছে সোলারির। সোমবারের পরই এই আর্জেন্টাইনের পরিবর্তে রিয়ালের ডাগ আউটে দেখা যাবে অন্য কাউকে!
সেই একজন নাকি হোসে মরিনহো। রিয়ালের সাবেক এই পর্তুগিজ কোচই নাকি মৌসুমের বাকি সময়টুকুর জন্য অন্তর্বর্তী দায়িত্ব নিতে যাচ্ছেন। তবে মরিনহো যে শুধু ঠেকা কাজ চালানোর জন্য দায়িত্ব নেবেন না, সেটি সবারই জানা। স্থায়ী চুক্তির বিষয় চূড়ান্ত হলেই কেবল পাওয়া যাবে মরিনহোকে।
আর এই পাকা চুক্তির প্রসঙ্গে সোলারির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে শুধু মরিনহোর নামটি ভাসছে না। এই পর্তুগিজের সঙ্গে বাতাসে ভাসছে আরও অনেক নাম। জিনেদিন জিদান, লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ, টটেনহামের আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো, জুভেন্টাসের ইতালিয়ান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি, এমনকি জার্মানির জাতীয় দলের কোচ জোয়াকিম লো’কে জড়িয়েও গুঞ্জন আছে।
জিনেদিন জিদান
তবে এতো এতো প্রার্থীর মধ্যে দৌড়ে রিয়ালের দুই সাবেক কোচ মরিনহো আর জিদানই এগিয়ে। সোলারির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এই দুজনের নামই বেশি বাজছে মাদ্রিদে। বলা যায়, জিদান-মরিনহো গুঞ্জন মাদ্রিদে ঝড় তুলেছে।
এই দুজনই রিয়ালের কোচ হিসেবে ভীষণ সফল। ফরাসি মহানায়ক জিদান কোচ হিসেবে রিয়ালকে দিয়েছেন অবিশ্বাস্য সাফল্য। মাত্র আড়াই বছরেই ক্লাবকে জিতিয়েছেন ৯টি শিরোপা। যার মধ্যে টানা ৩টি চ্যাম্পিয়ন্স লিগ। মরিনহোর শিরোপা সাফল্য তেমন নেই।
তবে পেপ গার্দিওলার টিটিক-টাকা দর্শনে বার্সেলোনা বিশ্ব ক্লাব ফুটবলে যে একচ্ছত্র রাজত্ব প্রতিষ্ঠা করেছিল, মরিনহো রিয়ালের দায়িত্ব নিয়ে বার্সার সেই রাজত্বে হানা দেন। রিয়ালকেও টেনে তুলেন বার্সেলোনার সমানে সমানে। দুজনের সঙ্গে রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সম্পর্কটাও খুব ভালো।
হোসে মরিনহো
তবে এই দুজনের মধ্যে পেরেজের নাকি জিদানকেই বেশি পছন্দ। আর এই পছন্দের মর্যাদা দিয়ে পেরেজ নাকি এরই মধ্যে জিদানকে ফেরানোর প্রস্তাবও দিয়েছেন। কিন্তু পেরেজকে নাকি জিদান ‘না’ শুনিয়ে দিয়েছেন। রিয়ালের সাবেক সভাপতি রেমন কালদেরন এই রহস্য ফাঁস করেছেন। তিনি স্পষ্ট কণ্ঠেই বলেছেন, পেরেজ জিদানকে পুনরায় দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছিল। কিন্তু জিদান রাজি হননি। ‘না’ বলে দিয়েছেন।
কালদেরনের এই দাবি মরিনহোর সম্ভাবনাকে আরও জোরালো করে। তবে কালদেরনের এই দাবির পরও জিদানকে নিয়ে গুঞ্জন থামছে না। পরিস্থিতি যা, তাতে আনুষ্ঠানিকভাবে নাম না জানা পর্যন্ত গুঞ্জন থামবে না।
দেখা যাক গুঞ্জনের শেষ ফল কী হয়? কে হন সোলারির উত্তরসূরি?