ঘরের মাঠে রিয়ালের সবচেয়ে বাজে কোচ সোলারি!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৩৮ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার

এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু। রিয়াল মাদ্রিদের কত কত সাফল্যের কাব্য রচিত হয়েছে নিজেদের এই ঘরের মাঠে! সেই বার্নাব্যুতে এক সপ্তাহে টানা তিন হার। সেই তিন হারে গুঁড়িয়ে গেছে রিয়ালের তিনটি শিরোপা স্বপ্ন। মানে মৌসুম শেষের তিন মাস আগেই রিয়ালের মৌসুম শেষ!
একটু পেছনে গেলে বার্নাব্যুর ব্যর্থতার পাল্লাটা আরও ভারি। গত ১৭ দিনের মধ্যে বার্নাব্যুতে টানা ৪ হার। বার্নাব্যুতে টানা ৪ ম্যাচে হারের হতাশার রেকর্ড রিয়ালের আগেও আছে। তবে ৭ দিনে টানা ৩ ম্যাচ হেরে মার্চের শুরুতেই মৌসুমের তিনটি টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়া, এমন বিপর্যয় এর আগে কখনোই দেখেনি রিয়াল।
দলের এই চরম বিপর্যয়ের মধ্যদিয়ে রিয়ালের আর্জেন্টাইন কোচ সান্তিয়াগো সোলারিও গড়ে ফেলেছেন লজ্জার এক রেকর্ড। পরিসংখ্যান বলছে, নিজেদের ঘরের মাঠের জয়-পরাজয়ের হারে সোলারি রিয়ালের ইতিহাসে সবচেয়ে বাজে কোচ! পরাজয়ের হারে সবাইকে টেক্কা দিয়েছেন তিনি। মানে বার্নাব্যুতে রিয়ালের সবচেয়ে বাজে পারফরম্যান্স সোলারির অধীনে।
গত ২৯ অক্টোবর তৎকালীন কোচ জুলিয়েন লোপেতেগুইকে বরখাস্ত করে অনভিজ্ঞ সোলারিকে অন্তর্বর্তী দায়িত্ব দেয় রিয়াল। ৪২ বছর বয়সী এই আর্জেন্টাইনের শুরুটা হয়েছিল রূপকথার মতো। প্রথম ৪ ম্যাচেই জয় এনে দিয়ে ছুঁয়েছিলেন রিয়ালের কোচ হিসেবে সেরা শুরুর রেকর্ড। পেয়েছিলেন পুরস্কারও। দায়িত্বের দুই সপ্তাহের মধ্যেই পেয়ে যান পদোন্নতি। অন্তর্বর্তী থেকে হয়ে যান স্থায়ী কোচ।
নিয়তির কি নির্মম পরিহাস! ৪ মাসের মাথায় সেই সোলারির কপালেই ঘরের মাঠে ক্লাব ইতিহাসের সবচেয়ে খারাপ কোচের কলঙ্কের তিলক! দায়িত্ব নেওয়ার পর থেকে সোলারির অধীনে সব টুর্নামেন্ট মিলে বার্নাব্যুতে ১৪টি ম্যাচ খেলেছে রিয়াল। এই ১৪ ম্যাচের মধ্যে ৬টিতেই হেরেছে সোলারির দল। মানে সোলারির অধীনে নিজ দূর্গ বার্নাব্যুতে রিয়ালের পরাজয়ের হার ৪২.৮৬ শতাংশ!
পরিসংখ্যান বলছে বার্নাব্যুতে পরাজয়ের হারে রিয়ালের আগের কোনো কোচই সোলারির ধারের কাছে নেই! এতোদিন লজ্জার এই রেকর্ডটা ছিল আরসেনিও ইগলেসিয়াসের দখলে। ৮৮ বছর বয়সী রিয়ালের এই সাবেক কোচের পরাজয়ের হার ছিল ৩০ শতাংশ।
১১৭ বছরের ক্লাব ইতিহাসে রিয়ালের কোচদের মধ্যে ঘরের মাঠ বার্নাব্যুতে সবচেয়ে বাজে পারফরম্যান্স যাদের, এমন ১১ জন কোচের একটা তালিকা করেছে স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কা। তাতে সোলারি যে সবাইকে টেক্কা দিয়েছেন সেটি তো আগেই বলা। মজার ব্যাপার হলো, বার্নাব্যুতে বাজে পারফরম্যান্স করা কোচদের এই তালিকায় আছেন শিরোপা সাফল্যে ক্লাব ইতিহাসের দ্বিতীয় সফল কোচ জিনেদিন জিদানও!
ফরাসি কিংবদন্তি অবশ্য আছেন তালিকার ৭ নম্বরে। বার্নাব্যুতে তার অধীনে ১১.৪৩ শতাংশ ম্যাচে হেরেছে রিয়াল। তালিকায় আছেন বিশ্বের অন্যতম সেরা কোচ হোসে মরিনহোও। ৫৪ বছর বয়সী পর্তুগিজ এই কোচ অবশ্য ১১ জনের মধ্যে সবার নিচে। বার্নাব্যুতে তার পরাজয়ের হার মাত্র ৫.৬৬ শতাংশ।
২৫ শতাংশ হার নিয়ে তালিকার তিন নম্বরে হুয়ান ডি কারসের। ৪ নম্বরে থাকা হুয়ান্ডে রামোসের অধীনে রিয়াল হেরেছে ২১.৪৩ শতাংশ ম্যাচে। ২০ শতাংশ হার নিয়ে ৫ নম্বরে হোর্হে ভালদানো। যার বরখাস্তের পর কোচ হয়ে লজ্জার এই রেকর্ডটা গড়লেন সোলারি সেই জুলিয়েন লোপেতেগুইয়ের অধীনে বার্নাব্যুতে রিয়ালের হার ১৪.২৯ শতাংশ ম্যাচে। ৮ নম্বরে থাকা কিংবদন্তি ভিসেন্তে দেল বস্কের পরাজয়ের হার ৮.৭৭। ৮.৩৩ শতাংশ হার রাফায়েল বেনিতেজকে রেখেছে ৯ নম্বরে। ১০ নম্বরে আছেন কার্লো আনচেলত্তি। তার অধীনে নিজ দূর্গে রিয়াল হেরেছে ৭.০২ শতাংশ ম্যাচে।
এই পরিসংখ্যানই বলছে, সোলারির অধীনে ঘরের মাঠ বার্নাব্যুতে কতটা বাজে সময় পার করছে রিয়াল!