বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

মোদীর বায়োপিকের শুটিংয়ে আহত বিবেক ওবেরয়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ১১ মার্চ ২০১৯ সোমবার

মোদীর বায়োপিকে অভিনয় নিয়ে আগেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল, আর এবার এর শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়লেন অভিনেতা বিবেক ওবেরয়। জানা গিয়েছে, উত্তরাখণ্ডের উত্তরাকাশীর হর্ষিল উপত্যকায় শুটিং চলছিল।

 

কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, একটি দৃশ্যে নগ্ন পায়ে ধারালি গ্রামের কাছে গঙ্গাঘাটের ওপর দিয়ে যাওয়ার কথা ছিল, সেই দৃশ্য করতে গিয়েই পায়ে চোট পান অভিনেতা।

 

অভিনেতার পা গভীরভাবে কেটে যাওয়ায় চিকিৎসক সেলাই করে দেন বলে জানা গিয়েছে। তবে তিনি এখন সুস্থ রয়েছেন বলে জানায় ইউনিটের সদস্যরা। প্রসঙ্গত, ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোর শুটিং কল্প কেদার মন্দির, গঙ্গাঘাট এলাকায় হয়েছে।

 

নরেন্দ্র মোদীকে নিয়ে এই ছবির পরিচালনা করেছেন মেরি কম এবং সরবজিত খ্যাত পরিচালক ওমাঙ্গ কুমার।