স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডা. নুরুন্নাহার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:১৬ এএম, ১১ মার্চ ২০১৯ সোমবার
চিকিৎসাবিদ্যায় জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম।
রোববার এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কার-২০১৯ এর জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা বেগমসহ ১৩ ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকে ভূষিত করেছে সরকার।
এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।

উল্লেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের ছাত্রী।
