হঠাৎ আগুন লাগলে কী করবেন?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৬:৪০ পিএম, ১০ মার্চ ২০১৯ রোববার

হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেক মানুষ। কিছু বুঝে ওঠার আগেই ঘটে যাচ্ছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনে শুধু বাড়ি বা সম্পদের ক্ষতি হচ্ছে তা নয়। আগুনে প্রাণ হারানোর সঙ্গে সঙ্গে পুড়ে যাচ্ছে তাদের স্বপ্ন। অনেক পরিবার অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে। এছাড়া যারা আগুনে পোড়া ক্ষত নিয়ে বেঁচে আছেন তাদের অবস্থা আরও ভয়াবহ।
তাই আগুন থেকে বাঁচতে সবচেয়ে বেশি প্রয়োজন হলো সতর্কতা। আগুন লাগার পরে সাধারণত সবাই বুঝে উঠতে পারে না কী করণীয়। আগুন যদি লেগেই যায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
চলতি বছরে বেড়েছে অগ্নিকাণ্ডের ঘটনা। বিভিন্ন জায়গায় আগুন লেগে বাড়িসহ পুড়ছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। শুধু আগুনে পুড়েই শেষ নয়। দুর্ঘটনায় মারা যাচ্ছে বহু মানুষ।
চকবাজারে গত ২০ ফেব্রুয়ারি অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান ৭১ জন। আহত হন ৪১ জন। এখানকার নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহেদ ম্যানশন ঘিরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আবাসিক ভবনটিতে কেমিক্যাল গোডাউন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আসুন জেনে নেই হঠাৎ আগুন লাগলে কী করবেন?
অগ্নিকাণ্ডের সময় করণীয়
১. হঠাৎ আগুন লাগতে কী করবেন তার পূর্বপ্রস্তুতি থাকতে হবে।এ জন্য কোন ঘরে আগুন লাগার ঝুঁকি আছে কি না,গ্যাস কিংবা দাহ্য বস্তু নিরাপদে রেখেছেন কী?
২. দরজা, জানালা, সিঁড়ির অবস্থান ও দ্রুত বেরিয়ে যাওয়ার বিকল্প কোনো রাস্তা আগে থেকেই বের করে রাখতে হবে।
৩. শিশু থেকে প্রবীণ পরিবারের সবাইকে আগুন লাগার বিষয়ে সর্তক থাকতে হবে।
৪. বৈদ্যুতিক সুইচ বোর্ড বা মাল্টিপ্লাগের আশপাশে কাগজপত্র বা বাক্সপ্যাটরা মাল্টিপ্লাগে টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, মুঠোফোন চার্জার ইত্যাদি নিরাপদ জায়গায় রাখুন।প্রতিটি প্লাগের জন্য পৃথক সুইচসংবলিত মাল্টিপ্লাগ ব্যবহার করা উচিত।কাজ শেষ হলে বৈদ্যুতিক প্লাগে লাগিয়ে রাখবেন না।
৫. বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগলে প্রথমেই মূল সুইচ বন্ধ করে দিন।
৬.ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সঙ্গে যোগাযোগের জন্য টেলিফোন ও মোবাইল ফোনের নম্বর সংরক্ষণ করুন।
৭. বালতিতে পানি রাখুন ও তা আগুন লাগার সঙ্গে সঙ্গে চারদিকে ছড়িয়ে পড়ার আগেই নেভানোর চেষ্টা করতে হবে