বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

পাতলা চুল ঘন দেখাতে করণীয়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ১০ মার্চ ২০১৯ রোববার

চুল পড়ে যাবার কারণে অনেকের চুল পাতলা হয়ে যেতে পারে আবার কারো কারো চুল জন্মগতভাবেই হয়ে থাকতে পারে পাতলা। এই সমস্যার কারণে নারী পুরুষ উভয়ই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। পাতলা চুল নিয়ে অনেকরই আক্ষেপের শেষ নেই। তাই ঘন ও ভারী চুল পেতে চাইলে মেনে চলুন এই নিয়মগুলো-

ভলিউমিনাইজিং পণ্য ব্যবহার করুন
চুল প্রাকৃতিকভাবে ঘন করতে না পারলে ব্যবহার করতে পারেন এমন সব পণ্য যেগুলো আপনার চুলকে ঘন দেখাতে সাহায্য করে। ভলিউমিনাইজিং শ্যাম্পু, কন্ডিশনার এগুলো তো আছেই। সম্ভব হলে ভলিউমিনাইজিং জেল এবং মুজ ব্যবহার করুন। ভেজা-ভেজা চুলে এই পণ্য ব্যবহার করে ব্লো ড্রাই করলে চুল ঘন মনে হবে। ড্রাই শ্যাম্পুও এক্ষেত্রে ভালো কাজ করে।  

সঠিকভাবে চুল কাটুন 
লং লেয়ার এবং ব্লান্ট কাট আপনার চুলকে ঘন দেখাতে সাহায্য করে।হেয়ারকাট আপনার চুলে নিয়ে আসে অনন্য পরিবর্তন। সঙ্গে নিয়মিত ট্রিম করাটাও জরুরি।

 

খাদ্যভাসে পরিবর্তন
ভিটামিনের অভাবে চুল পাতলা হয়ে যায়। এজন্য ভিটামিন সাপ্লিমেন্ট খেলে তা চুলকে শক্তিশালী করবে।

প্রাকৃতিক উপাদান
কিছু প্রাকৃতিক উপাদান আছে যেগুলো প্রাকৃতিকভাবেই আপনার চুল ঘন করে তুলবে। ঘরেই এসব উপাদান ব্যবহার করে উপকার পেতে পারেন আপনি। এই উপাদানগুলো হলো- ক্যাস্টর অয়েল, নারকেল তেল, আপেল, অ্যালোভেরা, মধু, লেমন গ্রাস।

সঠিক যত্ন নিন
চুল পড়ার ক্ষেত্রে মাথার তালুতে কোনো সমস্যা আছে কিনা তা নিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলুন। নিজের চুলের ব্যাপারে সচেতন থাকুন। নিয়মিত তালু ম্যাসাজ করুন। চুল শ্যাম্পু এবং কন্ডিশন করার ক্ষেত্রে ভালো এবং আপনার চুলের সঙ্গে মানানসই পণ্য ব্যবহার করুন। অতিরিক্ত স্টাইলিং, আয়রনিং, কার্লিং এবং রাসায়নিক থেকে চুলকে বাঁচিয়ে রাখুন। বেশিক্ষণ রোদে বা ধুলাবালিতে থাকলে চুল ঢেকে রাখার চেষ্টা করুন। ব্লো ড্রাই কম করে প্রাকৃতিকভাবে চুল শুকানোর চেষ্টা করুন।  

 

ছোট চুল ভালো
সাধারণত লম্বা চুলের চাইতে কিছুটা ছোট করে চুল কাটালে তা দেখতে ঘন মনে হবে।

কালার করুন
চুলে অন্য কোনো রঙ করলে চুল আগের চাইতে ঘন দেখায়। কিছু কিছু রঙ দিয়ে হাইলাইটিং করা হলে চুল আগের চাইতে ঘন দেখাবে।