শনিবার   ২৬ জুলাই ২০২৫   শ্রাবণ ১১ ১৪৩২   ৩০ মুহররম ১৪৪৭

হুয়াওয়ের ট্রিপল রিয়ার ক্যামেরার ফোন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১০ মার্চ ২০১৯ রোববার

ট্রিপল রিয়ার ক্যামেরার ফোন অবমুক্ত করল হুয়াওয়ে। মডেল হুয়াওয়ে পি স্মার্ট প্লাস ২০১৯ এডিশন। অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন। সঙ্গে আছে প্রতিষ্ঠানটির নিজস্ব ইউজার ইন্টারফেস ইএমইউআই ৯ লেয়ার।

 

ফোনটিতে আছে হাইসিলিকন কিরিন ৭১০ মডেলের অক্টাকোর চিপসেট। ফোনটি ৩ জিবি র‌্যাম সমৃদ্ধ। 

ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। এতে ৬.২১ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 
 
হুয়াওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পি স্মার্ট প্লাস ২০১৯ দেখা গেছে। কয়েক সপ্তাহের মধ্যেই বিক্রি শুরু হবে এই ফোন। তবে এই ফোনের দাম জানা যায়নি।

ছবি তোলার জন্য হুয়াওয়ের  নতুন এই ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরায় একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং আর থাকছে একটি ১৬ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।