শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

কুয়েত যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪৬ এএম, ১০ মার্চ ২০১৯ রোববার

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ চার দিনের সরকারি সফরে কুয়েত যাচ্ছেন।

সোমবার তিনি কুয়েতের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে শনিবার রাতে এ তথ্য জানানো হয়।

সফর সময়ে সেনাপ্রধান কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রী, ইন্টেরিয়র মিনিস্টার, সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, ল্যান্ড ফোর্স কমান্ডার ও কুয়েত ন্যাশনাল গার্ডের ডেপুটি কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

এছাড়াও সেনাবাহিনী প্রধান কুয়েতে নিযুক্ত বাংলাদেশী কন্টিজেন্টগুলো ও কুয়েতের বেশ কিছু সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। তার এই সফরের ফলে উভয় দেশের সামরিক বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিষয়গুলো আরো বৃদ্ধি পাবে।

সফর শেষে সেনাপ্রধান আগামী ১৫ মার্চ দেশে ফিরবেন বলে আইএসপিআর জানিয়েছে।