শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৭ রজব ১৪৪৭

সব জায়গায় এখন আমাদের মেয়েরা: প্রধানমন্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:১৮ পিএম, ৯ মার্চ ২০১৯ শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের সেনা, নৌ, বিমান বাহিনী, বর্ডার গার্ড কোথাও নারীদের স্থান ছিলো না। কিন্তু সব জায়গায় এখন আমাদের নারীর স্থান আছে। তারা প্রত্যেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে। আমরা আমাদের সরকার আলমলেই একজন নারীকে প্রথম মেজর জেনারেল করেছি। যদিও সেটি মেডিকেল সার্ভিসে, ভবিষ্যতে আমাদের মেয়েরা সব জায়গাতেই তাদের স্থান করে নিবে।’ 

 

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সরকার নারীদের সব জায়গায় সুযোগ সৃষ্টি করে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘নারীদের প্রতি বৈষম্য একটা সময় আমরা দেখেছি। কিন্তু আজ আমাদের মেয়েরা শুধু প্লেনই চালায় না, তারা সব জায়গায় স্থান করে নিয়েছে। আর বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলেই এটি সম্ভব হয়েছে।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকেই আছেন যারা ধর্মের নামে নারীদের ঘরে বন্দি করে রাখতে চান। নারী শিক্ষার বিরোধিতা করেন। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই- যিনি ইসলাম ধর্মের প্রবর্তক, সেই হযরত মুহাম্মদ (স.)-এর জীবনটা শুরু হয়েছিলো একজন ব্যবসায়ী নারীর অধিনে। এমনকি নবীজির সততার জন্য বিবি খাদিজা তাকে বিবাহ করেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।

উল্লেখ্য, প্রতিবারের মতো এবারো ৮ মার্চ নানা কর্মসূচির মধ্যে দিয়ে সারাবিশ্বে পালিত হয়েছে বিশ্ব নারী দিবস।