শুক্রবার   ২১ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিএনপির সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিকে আ.লীগের চিঠ

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:১৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার

বিএনপির সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে আওয়ামী লীগ। একাদশ জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি ষড়যন্ত্র করছে বলে দলটির অভিযোগ।

শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম এই অভিযোগ করেন। তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নির্বাচন কমিশনে আসেন। কমিশন ভবনের চতুর্থ তলায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে তিনি সাক্ষাৎ করে কথা বলছেন। সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এইচ টি ইমাম।