অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান দল ঘোষণা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ৯ মার্চ ২০১৯ শনিবার

ভারত-পাকিস্তান সমস্যার মধ্যে চলতি মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি হোম সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতে।
২২ মার্চ থেকে শুরু হবে ৫ ম্যাচের এই ওয়ানডে সিরিজ। সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে রাখা হয়নি সরফরাজ আহমেদকে।
জানা যায় সিরিজে দলের নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদকে বিশ্রামে রাখা হয়েছে। তার বদলে এই সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন শোয়েব মালিক।
বিশ্বকাপের আগে এটি পাকিস্তানের সর্বশেষ ওয়ানডে সিরিজ। ফলে সিরিজটিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছে তারা। সেই লক্ষ্যে দলে ফেরানো হয়েছে উমর আকমল ও জুনাইদ খানকে। এছাড়া প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন সাদ আলী, মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ হাসনাইন।
এদিকে সরফরাজ ছাড়াও সিরিজে বিশ্রামে রাখা হয়েছে বাবর আজম, শাহীন আফ্রিদি, ফখর জামান, শাদাব খান ও হাসান আলীকে।
পাকিস্তান স্কোয়াড :
শোয়েব মালিক (অধিনায়ক), আবিদ আলী, ফাহিম আশরাফ, হারিস সোহেইল, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, জুনাইদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, সাদ আলী, শান মাহমুদ, উমর আকমল, উসমান শিনওয়ারি, ইয়াসির শাহ।