বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

আরো ৩ সন্তানের জনক ম্যারাডোনা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ৯ মার্চ ২০১৯ শনিবার

বিতর্ক আর সমালোচনা যেন পিছু ছাড়ে না তার। তিনি আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর ম্যারোডোনা। সম্প্রতি আরো একবার সংবাদপত্রের শিরোনাম হলেন তিনি। জানা গেল, কিউবায়  নাকি তার আরো ৩ সন্তান রয়েছে। 

একসময় ম্যারাডোনা বলতেন তার দুই সন্তান। স্ত্রী ক্লদিয়া ভিয়াফানের গর্ভে জন্ম নেওয়া দুই মেয়ে দালমা আর জিয়ান্না। ক্লদিয়ার সাথে অবশ্য ২০০৩ সালেই ছাড়াছাড়ি হয়ে যায় তার। দুই দশকের দাম্পত্য ছিল তাদের।

এরপর দুই নারী দাবী করেন, তাদের সন্তানদের বাবা ম্যারাডোনা। প্রথমে স্বীকার করতে না চাইলেও দীর্ঘ আইনি পথ পেরিয়ে ছেলে ডিয়েগো সিনাগ্রা ও ইয়ানা নামের এক মেয়েকে নিজের সন্তানের স্বীকৃতি দেন তিনি। এরপর বান্ধবী ভেরোনিকা ওজেদার শিশুসন্তান ডিয়েগো ফার্নান্দোকে স্বীকৃতি দিলে ম্যারাডোনার সন্তান সংখ্যা দাঁড়ায় পাঁচে।

 

এবার ম্যারাডোনার সন্তানদের তালিকা আরেকটু বাড়ল। এবার জানা গেল আরো ৩ সন্তান আছে কিংবদন্তি এই ফুটবলারের। ২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত কোকেন আসক্তির চিকিৎসা নিতে কিউবায় অবস্থান করেছিলেন ম্যারাডোনা। সেখানেই দুই নারীর সঙ্গে সখ্যতা গড়ে ওঠে তার। যার ফল হিসেবে আরো ৩ সন্তানের জনক হন তিনি। যাদের পিতৃত্বের দায় নিতেও প্রস্তুত ফুটবলের এই যাদুকর।

সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খোলেন ম্যারাডোনার আইনজীবী। তিনি জানিয়েছেন, ওই তিন সন্তানের পিতৃত্বের দায়ভার নিতে প্রস্তুত তার মক্কেল।

তিনি বলেন, ‘কিউবায় ম্যারাডোনার তিনজন সন্তান আছে। তাদের স্বীকৃতি দেওয়া হবে। এ ব্যাপারে দাবি উত্থাপন করা হয়েছে। ডিয়েগো আনন্দের সঙ্গে তাদের দায়ভার গ্রহণ করতে প্রস্তুত।’