দেশকে ধ্বংস করেছেন খালেদা-তারেক: নানক
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৪:৪৭ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, খালেদা-তারেক দেশকে ধ্বংস করেছেন, শেখ হাসিনা দেশকে টেনে তুলেছেন, তাই ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রাখুন।
শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে সিলেট আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগ আয়োজিত জনসভাস্থলে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, সিলেট থেকে বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল, সেই সিলেট থেকে আমরা জঙ্গি নির্মূল করেছি।
জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা এবং সিলেটের বিভিন্ন আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত আছেন।
