বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

ফিঞ্চ-খাজার উদ্বোধনী জুটিতে দিশেহারা ভারতীয় বোলাররা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪১ এএম, ৯ মার্চ ২০১৯ শনিবার

প্রথম দুই ওয়ানডেতে হার। সিরিজের তৃতীয় ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য হয়ে দাঁড়িয়েছে বাঁচা মরার লড়াই। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া সফরকারিরা রাঁচিতে বেশ শক্ত জবাবই দিচ্ছে ভারতকে।

দুই ওপেনার অ্যারন ফিঞ্চ আর উসমান খাজার উদ্বোধনী জুটিটিই ভাঙতে পারছেন না ভারতীয় বোলাররা। এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৮ ওভারে বিনা উইকেটে ১৭২ রান।

 

টস হেরে ব্যাট করছেন অস্ট্রেলিয়া। তাদের দুই ওপেনারই আছেন সেঞ্চুরির দোরগোড়ায়। ৮৮ বলে ৯ বাউন্ডারি আর ৩ ছক্কায় অ্যারন ফিঞ্চ অপরাজিত ৮৫ রানে। ৮০ বলে ১১ চার আর ১ ছক্কায় খাজা ব্যাট করছেন ৮৪ রানে।

সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত জেতে ৬ উইকেটের বড় ব্যবধানে। দ্বিতীয়টিতে অস্ট্রেলিয়া বেশ ভালো অবস্থানেই ছিল। কিন্তু রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৮ রানে হেরে যায় ফিঞ্চের দল।