বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

এবার আয়না দিয়ে ঘর বেঁধেছি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৯ এএম, ৯ মার্চ ২০১৯ শনিবার

‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ থেকে ‘খরচাপাতির গান’ এর মাঝখানে লুৎফর হাসান ও সোমেশ্বর অলি জুটির গানের সংখ্যা   অনেক। সেসব গান জনপ্রিয় ও প্রশংসিত।   

সেই ধারাবাহিকতায় দুজনের নতুন গান ‘আয়না দিয়ে ঘর বেঁধেছি’। সোমেশ্বর অলির কথায় গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন লুৎফর হাসান। সঙ্গীত পরিচালনায় আমজাদ হোসেন। মিউজিক ভিডিও তৈরি করেছেন আল মাসুদ। ভিডিওতে অভিনয় করেছেন শ্যামল মওলা ও মন্দিরা চক্রবর্তী। আছেন লুৎফর হাসানও।  

 

গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটি নিয়ে লুৎফর ও অলি কাজ করছেন অনেকদিন থেকেই। জানা যায়, গানটি সেই ঘুড়ির সময় থেকেই দুজনের প্রিয়।  

 

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ যখন প্রথমবার গানটি শোনেন, গানটি তাকে ছুঁয়ে যায়, একবার শুনেই তিনি গুণগুণ করে গাইলেন গানটা, জানান লুৎফর হাসান। 

 

তিনি আরো জানান, এই গানটি সব শ্রেণির শ্রোতাদের মনেই দাগ কাটবে। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ৯ মার্চ শনিবার তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘আয়না  দিয়ে ঘর বেঁধেছি’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে   ডিএমএসওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।