৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৫০ এএম, ৯ মার্চ ২০১৯ শনিবার
পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ৮০টি উপজেলায় আগামীকাল রোববার ভোট অনুষ্ঠিত হবে। ভোট উপলক্ষ্যে এসব উপজেলায় শুক্রবার রাত ১২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া সব ধরনের প্রচারকাজও বন্ধের নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি।
ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ধাপে ৮৩টি উপজেলায় ভোটগ্রহণের প্রস্তুতি নেয়া হলেও প্রভাব বিস্তারের অভিযোগে শেষ মুহূর্তে শুক্রবার নেত্রকোনার পূর্বধলা, সুনামগঞ্জের জামালগঞ্জ এবং লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাচন স্থগিত করেছে ইসি। এ কারণে ৮০টি উপজেলায় ভোট হচ্ছে।
নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল অংশ নেয়নি। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
আজ শনিবার উপজেলাগুলোর কেন্দ্রে কেন্দ্রে ভোটের সামগ্রী পাঠানো হবে। এছাড়া যান চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকার নিরাপত্তায় পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, র্যাব ও ব্যাটালিয়ন আনসার নিয়োগ করেছে ইসি।
