‘আমি আর আমার গার্লফ্রেন্ড’
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১৬ পিএম, ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার
২০১৩ সালে কলকাতায় মুক্তি পাওয়া ‘আমি আর আমার গার্লফ্রেন্ড’র ছবির কথা মনে আছে? কোনও পুরুষ না , বলছিলেন তিন মহিলা- স্বস্তিকা মুখার্জ্জী, রাইমা সেন আর পার্ণো মিত্র।
মানে, প্রত্যেকেই বলছেন – ‘আমি আর আমার গার্লফ্রেন্ড’। যেখানে পেশাগত ভাবে সম্পূর্ণ আলাদা জগতে অবস্থান করলেও ছুটিতে গিয়ে কোথাও এক হয়ে যান তিন মেয়ে। ফাটাফাটি মস্তিতে সময় কাটে তাদের। এবার বাংলাদেশের শোবিজ জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন দুই বান্ধবীকে নিয়ে ক্যামেরায় ধরা দিলে ছুটির মেজাজে।
গতকাল মঙ্গলবার এই অভিনেত্রী তার ফেসবুক ওয়ালে কিছু পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, শাওন তার বন্ধবী অভিনেত্রী সোহানা সাবা এবং অরিত্রা সিং-কে নিয়ে দারুণ সময় পার করছেন।
শাওনের ছবির লোকেশন দেখা যাচ্ছে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে।
মেহের আফরোজ শাওন তার পোস্টে লিখেছেন, ‘তিন পাগলে হইলো মেলা নাইতে এসে’।
সোহানা সাবাও তার নিজের ফেসবুকে শেয়ার করেছেন সেই ছবি। ক্যাপশনে লিখেছেন, আমরা হেসেছিলাম,সমুদ্রের জলে, ভেসেছিলাম,আমরা স্বপ্ন বেঁধেছিলাম। আর আমরা সমুদ্রের মাঝে সূর্যোদয় দেখেছিলাম।
শাওন ও সাবার বান্ধবী অরিত্রা লিখেছেন, আহা! আনন্দ আর ধরে না ! কমলা জামা পড়া ছেলেটির কথা বলছি, সে নিনিত হুমায়ূন।
