বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ২ ১৪৩২   ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

ত্বকের যত্নে চকলেট

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার

অবিশ্বাস্য হলেও সত্যি যে ত্বকের যত্নে চকলেট অনেক উপকারি। গবেষকরা বহু ধরে গবেষণা করে এ বিষয়ে নিশ্চিত হয়েছেন যে,চকলেট খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং ত্বক কোমল হয়। তাই সুন্দর ত্বকের জন্য পৃথিবী জুড়ে চকলেট খাওয়ার মাত্রা দিন দিন বাড়ছে। তবে এদেশে চকলেটের নামে ৫ থেকে ১০ টাকায় যা পাওয়া যায়, তা আসলে চকলেট নয়। তাই চকলেট বাছাইয়ে একটু সতর্ক হতে হবে। ব্র্যান্ডেড দোকানগুলোতে একটু খোঁজ করলে খুব সহজেই আপনি পেয়ে যাবেন আসল চকলেটটি।  

চকলেটে আছে অ্যান্টি অক্সিডেন্ট, ফ্যাটি এসিড এবং ফ্লেভানল, যা ত্বক মোলায়েম করে। অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের রুক্ষতার বিরুদ্ধে লড়াই করে আর সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচায়। এছাড়া ত্বকে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সহায়তা করে। বাজারে যে ডার্ক চকলেট পাওয়া যায়, তাতে সাধারণত দুধ ও চিনি মেশানো থাকে। ভালো ফল পেতে দুধ ও চিনি ছাড়া চকলেট খেতে হবে। সেক্ষেত্রে কোকোয়া পাউডার কিনে চকলেট বানিয়ে খাওয়া যেতে পারে।