ডুফা’র আয়োজনে সিক্স এ সাইড
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:০৮ পিএম, ৮ মার্চ ২০১৯ শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে শুরু হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস্ এসোসিয়েশনের (ডিইউএফএ) আয়োজনে সিক্স এ সাইড ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট।
টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো খিলগাঁও ডাইনামাইটস, উত্তরা লায়ন্স, মিরপুর টাইগার্স, রমনা টাইগার্স, শের-ই-মোহাম্মদপুর ও বনশ্রী অ্যাডভেঞ্চার্স।
এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক নাইমুর রহমান দুর্জয় এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রভোষ্ট ড.অসীম সরকার, ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম প্রমুখ।
আয়োজক সংগঠন ডুফা’র অন্যতম সদস্য ও কর্মকর্তা সুজন মাহমুদ জানান, ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস্ এসোসিয়েশন (ডুফা) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (১৯৯৫-১৯৯৬ সেশনে অধ্যয়নকারি শিক্ষার্থী) ৪১টি বিভাগের বন্ধুদের নিয়ে গঠিত একটি সংগঠন।
এ সংগঠনের সদস্য সংখ্যা ৪ হাজার। আজকের দিনব্যাপী এ টুর্নামেন্টে ১ হাজার সদস্য নাম নিবন্ধন করেছে। তিনি জানান, ঢাকা মহানগরীকে ছয়টি জোনে বিভক্ত করে মোট ছয়টি টিম নিয়ে আজকের এই টুর্নামেন্ট চলছে।